BRAKING NEWS

আমতলীতে নেশা সামগ্রীসহ পুলিশের জালে এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি ৷৷ আমতলি থানা এলাকার বেলাবরের সুজন নামে এক ব্যক্তির হেপাজত থেকে পুলিশ ৪ কেজি শুকনো গাঁজা ও আড়াইশত ইয়াবা নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ৷ বিশাল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত নেশা কারবার চক্রের সাকরেদ সুজন৷ সেখান থেকেই এসব সামগ্রী উদ্ধার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷


এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, আশ্রম চৌমুহনির রামু সাহা নামে এক নেশা কারবারীকে ২ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছিল৷ তার স্বীকারোক্তি মূলে তাকে সঙ্গে নিয়ে আমতলি থানার বেলাবরে অভিযান চালিয়ে আরও একজনকে নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে৷ তাকে আমতলি থানা এলাকা থেকে আটক করায় আমতলি থানায় পৃথক একটি মামলা গৃহীত হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ এই চক্রে আরও কারা জড়িত তাদের নামধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *