নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশুর পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শিশুটিকে আগরতলা নিয়ে যাওয়া হলো৷ আগরতলা ক্যান্সার হাসপাতালে পরিক্ষা নিরিক্ষার পর কলকাতা টাটা হাসপাতালে পাঠানো হবে৷সরকারি চিকিৎসায় রুহুলের চিকিৎসা হবে৷ উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি গ্রামের পাঁচ নং ওয়ার্ডের আব্দুল সালামের ৫ বছরের পুত্র সন্তান রুহুল আহমেদ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে৷
গত নয় মাস পূর্বে শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে শিশুটিকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ধর্মনগর জেলা হাসপাতাল ভর্তি করানো হয়৷কিন্তু তার আরোগ্য না হওয়াতে তাকে সেখান থেকে শিলচর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়৷কিন্তু সেখানেও কাজ না হওয়াতে পরে গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তার শরিরে মরণব্যাধি ব্লাড ক্যানসারের জীবানু ধরা পড়ে৷তারপর তাকে সেখানেই থেকে চিকিৎসকদের পরামর্শে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়৷কিন্তু দিন আনি দিন খাই এই পরিস্থিতিতে ছেলেটিকে কি করে চিকিৎসা করাবে তা ভেবে তার মা বাবা হতাশাগ্রস্থ হয়ে পড়ে৷এ পরিস্থিতিতে এলাকার জনপ্রতিনিধিরা পাশে না দাড়ালে শিশুটিকে বাঁচানো সম্ভব নয় বলে অশ্রুস্বজল নয়নে কথাগুলো বলেন অসহায় পিতা আব্দুল সালাম৷এমত অবস্থায় দুচিন্তায় দিন কাটাচ্ছিলেন রুহুলের পরিবার৷ রুহুলের পিতা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট চিকিৎসার আরজি জানান৷
বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে৷তিনি জেলা সাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন৷তারপর আজ তড়িঘড়ি ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুহুল আহমেদেকে আগরতলা নিয়ে যাওয়া হয়৷কদমতলা প্রাথমিক হাসপাতালের ইনচার্জ অরুনাভ চক্রবর্তী জানান ২৮ বছরের চাকুরি জীবনে বিরলতম এই ঘটনা৷ মুখ্যমন্ত্রী এভাবে নজর দিয়ে দ্রুততার সহিত চিকিৎসার ব্যবস্থা করছেন তা সত্যিই প্রশংসনীয়৷ আজই গাড়ি করে আগরতলা ক্যান্সার হাসপাতালে পাঠানো হয় রুহুলকে৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব৷মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুহুল আহমেদের পরিবারের পাশে দাঁড়ানোর ফলে একটি তরতাজা প্রাণ এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে৷