নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে গত ২২ মাসে ১৭৪২ জন মহিলা নিখোঁজ হয়েছেন৷ বিধানসভায় দেওয়া স্বরাষ্ট্র দফতরের তথ্যের উদ্বৃতি শুক্রবার বিষয়টি নিয়ে দিয়ে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সহ সভানেত্রী রমা দাস বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ তাঁর দাবি, রাজ্যে নারীরা নিরাপদ নন৷ এক অস্বাভাবিক পরিস্থিতি কায়েম হয়েছে৷
শুক্রবার আগরতলায় গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে গন অবস্থান পালন করা হয়েছে৷ সারা ত্রিপুরায় ১৫টি স্থানে এধরণের গন অবস্থানের আয়োজন নিয়েছে নারী সমিতি৷ এ-বিষয়ে রমা দাস বলেন, সারা ত্রিপুরায় প্রত্যেক মহকুমায় গন অবস্থানের চিন্তাভাবনা করেছিল নারী সমিতি৷ কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ১৮টি স্থানে গণবস্থানের প্রস্তুতি নিয়েও ১৫টি স্থানেই কর্মসূচি পালনে সক্ষম হয়েছি৷ তাঁর অভিযোগ, পুলিশ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে অনুমতি দিতে অনীহা প্রকাশ করছে৷ ফলে, মানুষ ভয়ে আন্দোলনে ঝাঁপাতে পারছে না৷ তাঁর কটাক্ষ, মানুষের জনজোয়ার দেখে ভয় পেয়েছে শাসক দল৷ তাই, ভয়ভীতি প্রদর্শন করে মানুষের আওয়াজকে দমিয়ে রাখতে চাইছে৷
এদিন তিনি বলেন, এনআরসি, সিএএ এবং এনপিআর-র জন্য সারা দেশে আজ তোলপাড় অবস্থা৷ দিল্লি, অসমের পরিস্থিতি দেখে এর ভয়াবহতার অনুমান করা যায়৷ তাঁর দাবি, সিএএ এবং এনপিআর বাতিল করতে হবে এবং এনআরসি চালু করা যাবে না৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় নারীরা সুরক্ষিত নন৷ ধর্ষণ, অপহরণের ঘটনায় এক অস্বাভাবিক পরিস্থিতি কায়েম হয়েছে৷ তিনি বিদ্রুপের সুরে আরও বলেন, ত্রিপুরায় গত ২২ মাসে ১৭৪২ জন মহিলা নিখোঁজ হয়েছেন৷ বিধানসভায় স্বরাষ্ট্র দফতর ওই তথ্য দিয়েছে৷ তাতে, সহজেই অনুমান করা যাচ্ছে নারীরা আজ ত্রিপুরায় কতটা নিরাপদে রয়েছেন৷ এদিকে, রাজ্যের অন্যান্য স্থানেও এদিন অনুরূপ গণবস্থান হয়েছে৷