BRAKING NEWS

মাস্টারপাড়ায় বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গৃহস্থের বসতঘর৷ সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে মাস্টারপাড়া এলাকা৷ অভিযোগ, পাশের বাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে৷ দমকল বাহিনী আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি৷


বৃহস্পতিবার রাজধানী আগরতলার মাস্টারপাড়ায় বেলা তিনটে নাগাদ জনৈক মৃণালকান্তি সেনের বসতঘরে আগুন লাগে৷ আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক মৃণালকান্তি সেন অভিযোগ করেন, প্রতিবেশী সুজিত মজুমদারের বাড়িতে পূজা উপলক্ষ্যে রান্নার আয়োজন করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে তার বসতঘরে আগুন লেগেছে৷ মৃণালবাবুর স্ত্রী দাবি করেন, সিলিন্ডার ফাটার শব্দে পুরো ঘর কেঁপে উঠেছিল৷ তার ভাতিজা বিষ্ণু সেনও দাবি করেছে, পূজার জন্য রান্নার আয়োজনের সময় সিলিন্ডার ফেটে আগুন লেগেছে৷


তাঁদের অভিযোগ খণ্ডন করে সুজিত মজুমদার বলেন, বাড়িতে পূজা উপলক্ষ্যে রান্নার আয়োজন করা হচ্ছিল ঠিকই৷ কিন্তু, আমার বাড়ির সিলিন্ডার ফেটে মৃণালবাবুর বসতঘরে আগুন লাগেনি৷ তাঁর ঘরে আগুন লাগার অন্য কারণ থাকতে পারে৷ একই দাবি করেন রাঁধুনিও৷ তিনি বলেন, সিলিন্ডার খুলতেই লিক হচ্ছে টের পেয়ে সঙ্গে সঙ্গে সিলিন্ডারটি ড্রেনে ফেলে দিয়েছি৷ তখনই লাগোয়া বসতঘরে আগুন দেখতে পেয়েছি৷ তার আরও দাবি, রান্না শুরু হয়নি, ফলে তখন ওই সিলিন্ডার থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই৷


এদিকে ঘটনা নিয়ে দমকল কর্মী রাখাল দেবনাথ বলেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি৷ তবে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বড়সড় বিপদ ঘটে যেত৷ তিনি জানান, আগরতলা এবং মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে দুটি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ তবে, বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে৷ তাঁর দাবি, ওই ঘরে আসবাবপত্র-সহ সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে৷ তবে, রান্নার জন্য রাখা সিলিন্ডারটি সময়মতো সরিয়ে দেওয়ায় বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে, বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *