BRAKING NEWS

রাজ্যে এখনও শান্তিতে আছি, দাবি জমিয়ত উলামায়ে হিন্দ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরায় এখনও আমরা শান্তিতেই আছি৷ তবে, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি এবং এনপিআর-এর বিরোধিতায় যারা সরব হয়েছেন তাঁদের সমর্থন করি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ-এর সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় বিভিন্ন সংগঠন সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে৷ নাগরিক সুরক্ষা মঞ্চ, আইপিএফটি, কংগ্রেস এবং সিপিএম বিরোধিতা করছে৷ জমিয়ত উলেমা হিন্দ তাদের আন্দোলনকে সমর্থন করছে৷ তাঁর মতে, ত্রিপুরায় এখনও জমিয়ত উলেমা হিন্দ-এর আলাদাভাবে আন্দোলনের প্রয়োজনীয়তা পড়েনি৷ তবে, প্রয়োজন হলে আমরাও মাঠে নামব৷


তাঁর কথায়, সারা দেশ একদিকে, কিন্তু ত্রিপুরার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন৷ শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সাথে সারা দেশের পার্থক্য রয়েছে৷ তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে৷ কিন্তু, উত্তর-পূর্বাঞ্চলে ৩৭১ ধারা এখনও বলবৎ রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে এখনও বাড়াবাড়ি হয়নি৷ তাই, আমরা এখনও শান্তিতেই জীবন কাটাচ্ছি৷ ফলে, ত্রিপুরা সরকারের পক্ষে কিংবা বিপক্ষে বলার সময় এখনও আসেনি৷ তাই, ত্রিপুরা সরকারকে সমর্থন দিচ্ছি, বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *