BRAKING NEWS

আর্থিক অনটনের কারণে কক্সবাজার থেকে ব্যান্ডউইথ নেয়া বাতিল করল বিএসএনএল

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হিঃসঃ)৷৷ আর্থিক দৈন্যদশার কারণে বাংলাদেশের কক্সবাজার থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংগৃহীত ১০ জিবি ইন্টারনেট ব্যান্ডউইডথ নিচ্ছে না বিএসএনএল৷ তার বদলে কলকাতা থেকে ১০ জিবি করে তিনটি মিডিয়ার ব্যান্ডউইডথ নেবে বিএসএনএল-এর ত্রিপুরা এসএসএ৷ এর ফলে ফের ত্রিপুরা পরনির্ভরশীল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে৷
ত্রিপুরাকে আইটি হাব হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ কারণ, ত্রিপুরায় আইটি হাব স্থাপিত হলে প্রচুর কর্মসংস্থানের দ্বার খুলে যাবে৷ তাছাড়া, ত্রিপুরার আর্থিনীতিতেও বিরাট প্রভাব পড়বে৷ কিন্তু, সেই দিশায় সাফল্য নিয়েই এখন প্রশ্ণ উঠতে শুরু হবে বলে মনে করা হচ্ছে৷


ভারতে তিনটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে রয়েছে৷ চেন্নাই ও মুম্বাই ছাড়া রাজ্যের রাজধানী আগরতলায় তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে স্থাপন করা হয়েছিল৷ কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ওই গেটওয়ে স্থাপনে নতুনভাবে সম্ভাবনার পথ খুলবে বলে ধারণা করা হয়েছিল৷ কিন্তু, বছর চারেকের মধ্যেই সেই স্বপ্ণ যেন হোঁচট খেয়েছে বলে মনে হচ্ছে৷


বিএসএনএল বাংলাদেশের কক্সবাজার থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে৷ তাই, বাংলাদেশের সাথে চুক্তি পুনঃনবীকরণ করেনি বিএসএনএল৷ ফলে, গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নেওয়া বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা৷
এ-বিষয়ে বিএসএনএল ত্রিপুরা এসএসএ-র জেনারেল ম্যানেজার দিলীপ শ্রীরাম বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নেওয়া আমরা বন্ধ করে দিয়েছি৷ তবে, ইন্টারনেট গেটওয়ে এখনও রয়েছে৷ তাঁর কথায়, কলকাতা থেকে এখন আমরা ব্যান্ডউইডথ নেব৷ তাতে ১০ জিবি করে তিনটি মিডিয়া পাওয়া যাবে৷ তাঁর বক্তব্য, কক্সবাজার থেকে ব্যান্ডউইডথ নিতে গিয়ে খরচ খুব বেশি হচ্ছে৷ সেই তুলনায় কলকাতা থেকে ব্যান্ডউইডথ নেওয়া হলে খরচ অনেক কম পড়বে৷ তাছাড়া, ব্যান্ডউইডথও বেশি পাওয়া যাবে৷


তাঁর দাবি, খুব শীঘ্রই কলকাতা থেকে আমরা ব্যান্ডউইডথ পেয়ে যাব৷ বলেন, বাংলাদেশ থেকে প্রাপ্ত ব্যান্ডউইডথ ব্যবহার কম হত৷ তাই, বাংলাদেশের সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনও চেষ্টা করা হয়নি৷ দিলীপ শ্রীরামের মতে, বিএসএনএল বর্তমানে আর্থিক দিক দিয়ে ভীষণ সঙ্কটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ সেক্ষেত্রে দামি ব্যান্ডউইডথ বহন করা সম্ভব নয়৷ তাই, বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


বিএসএনএল-এর এই সিদ্ধান্তে ইন্টারনেট ইস্যুতে ত্রিপুরা আবারও পরনির্ভরশীল হয়ে পড়ছে৷ কারণ, কলকাতা থেকে ব্যান্ডউইডথ নেওয়া হলে স্বাভাবিকভাবে গুয়াহাটি হয়ে ত্রিপুরা ব্যান্ডউইডথ পাবে৷ এক্ষেত্রে কলকাতা বা গুয়াহাটিতে সমস্যা দেখা দিলে, তার প্রভাব ত্রিপুরায়ও পড়বে৷ তাছাড়া, কলকাতায় কোনও আন্তর্জাতিক গেটওয়ে নেই৷ ফলে, ব্যান্ডউইডথ-এর জন্য সেই চেন্নাই কিংবা মুম্বাই-এর উপর নির্ভর করতে হবে৷


অবশ্য, এ-বিষয়ে সম্ভবত ত্রিপুরা সরকার এখনও ঘুমে আচ্ছন্ন৷ কারণ, আজ বৃহস্পতিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন, রাজ্যে আইটি হাব বানানো সম্ভব, কারণ বাংলাদেশের কক্সবাজার থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ পাচ্ছে ত্রিপুরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *