শিমলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের মধ্যে উন্নয়নমুখী রাজনীতির যুগ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানিয়েছেন বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা।
দলের সর্বভারতীয় সভাপতির হওয়ার পরে এই প্রথমবার হিমাচলপ্রদেশের শিমলা এসেছেন জগত প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার রাজ্য বিজেপির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জগত প্রকাশ বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে রিপোর্ট কার্ডের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই রিপোর্ট কার্ড প্রতি মাসেই সব কেন্দ্রীয় মন্ত্রীকে জমা দিতে হয়। এর ফলে সফলভাবে দেশে আয়ুষ্মান ভারত এবং উজ্জ্বলা যোজনা চলছে।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, কংগ্রেস বরাবরই ভোটব্যাঙ্ক রাজনীতিকে প্রাধান্য দিয়ে এসেছে। আর বিজেপি দেশের হিতের জন্য রাজনীতি করেছে। সেই জন্য জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হয়েছে।
উজ্জ্বলা যোজনার সাফল্য তুলে ধরে তিনি জানিয়েছেন, ৮ কোটি মানুষ এই যোজনার ফলে উপকৃত হয়েছে। আয়ুষ্মান ভারত থেকে লাভবান হয়েছে ৫৫ কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বজুড়ে একশো কোটি মানুষের স্বাস্থ্য বীমার লক্ষ্যমাত্রা রেখেছিল। যার অর্ধেকটা পূরণ করে দিয়েছে ভারত।