নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির পরিস্থিতি যা তাতে এখনই বিজেপি নেতাদের কোনও এফআইআর দায়ের করা সম্ভব নয় বলে হাইকোর্টে জানাল দিল্লি পুলিশ। বৃহস্পতিবারের দিল্লি হিংসার মামলার শুনানিতে হাইকোর্টে এমনটাই জানাল দিল্লি পুলিশ | এরপর দিল্লির হিংসায় উস্কানিমূলক মন্তব্য ইস্যুতে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশ ও কেন্দ্র সরকারকে চার সপ্তাহ সময় দিল আদালত | এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল
উত্তর-পূর্ব দিল্লি জুড়ে রবিবার রাত থেকে হিংসা, গোষ্ঠী সংঘর্ষের সময় নিষ্ক্রিয়তা নিয়ে দিল্লি পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠছে। সেই সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে বুধবার দিল্লি পুলিশকে ভর্ৎসনা করেন বিচারপতি এস মুরলীধর। বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মা ও অজয় বর্মার বিরুদ্ধে কেন এফআইআর দায়ের হয়নি, দিল্লি পুলিশের কাছে তা জানতে চান তিনি। একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। এফআইআর না-হলে তার ফল কী হতে পারে, তা-ও পুলিশকে ভেবে দেখতে বলেন তিনি। ওই মামলায় বৃহস্পতিবার ফের শুনানি হয় দিল্লি হাইকোর্টে। এদিন আদালতকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, সমস্ত ভিডিও দেখা হচ্ছে। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা কপিল মিশ্র-সহ বাকিদের বিরুদ্ধে এখনই কোনও এফআইআর দায়ের করা ঠিক হবে না। কারণ এই মুহূর্তে তা শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় খুব সহায়ক হবে না।এই মামলায় এখনও পর্যন্ত ৪৮ এফআইআর দায়ের করা হয়েছে।
আজ এই মামলার শুনানি চলাকালে দিল্লি পুলিশের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পিটিশনার তিনটি ভাষণকে প্ররোচনামূলক বলে বেছে নিয়েছেন। কিন্তু এধরনের আরও অনেক মন্তব্য রয়েছে। তিনি এই মামলায় কেন্দ্রকে পক্ষ করারও আর্জি জানান।
সলিসিটর জেনারেল তুষার মেহতার আর্জি মেনে এ দিন কেন্দ্রীয় সরকারকে একটি পক্ষ হিসাবে মামলার অন্তর্ভুক্ত করে বিচারপতি ডিএন পটেল এবং সি হরিশঙ্করের ডিভিশন বেঞ্চ। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে সময় দিয়েছে আদালত। তার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। উস্কানিমূলক মন্তব্যের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে তা-ও জানাতে হবে সরকারকে।