নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ ফেব্রুয়ারি ৷৷ পারিবারিক কলহের জেরে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ঠিকেদার৷ তার নাম কৃষ্ণধন দাস৷ বাড়ি বিশালগড় থানাধীন মুড়াবাড়িতে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলা কিংবা গৃহবধূ নয়, এবার কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল কৃষ্ণধন দাস (৫৫) নামের এক ব্যক্তি৷
ঘটনা বুধবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত মুড়াবাড়ি গ্রামে৷ বিশালগড়ের দমকল কর্মীরা এই ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকের কথা অনুযায়ী উনার শরীরের প্রায় ৯০ শতাংশই আগুনে ঝলসে গেছে৷ তারপর উনাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে৷ জানা গেছে, ওনার চার কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে৷ তার মধ্যে চার কন্যা সন্তানেরই বিয়ে হয়ে গেছে৷ বর্তমানে বাড়িতে কৃষ্ণধন দাস ও তার স্ত্রী এবং পুত্র বসবাস করেন৷ ওনি পেশায় শ্রম ঠিকেদার৷
কৃষ্ণধন দাসের এক ভাই জানিয়েছেন তার বাড়িতে কোন এক বিষয়ে পারিবারিক ঝামেলা চলছে৷ ঘটনার কিছুক্ষণ আগেও তার স্ত্রীর সাথে ঝামেলা হলে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়৷ কিছুক্ষণ পরই দেখা যায় উনার ঘরের টিনের ছাউনির উপর দিয়ে আগুনের ধোঁয়া বের হচ্ছে৷ সাথে সাথেই উনি ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে করতে বাড়ির সামনের একটি বালির স্তূপের মধ্যে অগ্ণিদগ্দ অবস্থায় কাতরাতে থাকেন৷ জানা গেছে, তিনি নেশাও করতেন৷ এলাকাবাসী আগুন নিভিয়ে দমকল অফিসে খবর দিলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন৷ তারপর নিয়ে আসা হয় হাসপাতালে৷ খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশও৷ বিশালগড় থানার পুলিশ প্রাথমিকভাবে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷