সিপাহিজলা জেলায় আরও একটি বর্ডার হাট, ভারত-বাংলা জেলাশাসক স্তরের বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ সিপাহিজলা জেলায় আরও একটি বর্ডার হাট স্থাপনে ভারত-বাংলা জেলাশাসক স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে দুই দেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৯ মার্চ এই জেলার সোনামুড়া মহকুমায় যাত্রাপুর থানাধীন ঘোষপাড়ায় বোর্ডার হাটের জন্য চিহ্ণিত জমির সীমানা নির্ধারণ করা হবে৷ বুধবার সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী এই খবর দিয়েছেন৷


গত ৫ ফেব্রুয়ারি ত্রিপুরায় দুই দেশের জেলাশাসক ও জেলা প্রশাসক স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ওই বৈঠকে আরও তিনটি বর্ডার হাট স্থাপনে নীতিগত সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছিল৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছিলেন, দুই দেশের যৌথ প্রতিনিধি দল প্রস্তাবিত বর্ডার হাট স্থান পরিদর্শন করবেন৷
সে মোতাবেক আজ দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সিপাহিজলার জেলাশাসক টি কে জমাতিয়া, পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, সোনামুড়ার মহকুমাশাসক, কাঁঠালিয়া ব্লকের বিডিও-সহ বিএসএফ আধিকারিক ও ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ওই বৈঠকে অংশ নিয়েছেন৷ বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপ জেলা নির্বাহী আধিকারিক-সহ বিজিবি-র আধিকারিকরা৷


সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, আজ বৈঠকে বর্ডার হাট স্থাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ দুই দেশ নতুন বর্ডার হাট স্থাপনে যথেষ্ঠ আন্তরিক তা আলোচনায় উঠে এসেছে৷ তিনি বলেন, যাত্রাপুর থানাধীন ঘোষপাড়ায় ওই বর্ডার হাট স্থাপনে জমি চিহ্ণিত হয়েছে৷ আগামী ৯ মার্চ দুই দেশের যৌথ প্রতিনিধি দলের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *