নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ বন্ধন ব্যাঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনায় ত্রিপুরা পুলিশ আরও দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে৷ কিশোর জমাতিয়া এবং রামভক্ত জমাতিয়াকে পুলিশ গতকাল গভীর রাতে আটক করেছে৷ তাদের মধ্যে কিশোর জমাতিয়ার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷
গত ২২ জানুয়ারি গোমতি জেলার অমরপুর মহকুমায় বন্ধন ব্যাঙ্কের পহরপুর ব্রাঞ্চের ৪২ হাজার টাকা অজ্ঞাত পরিচয় দুষৃকতী ছিনতাই করেছিল৷ ওই ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ইতিপূর্বে তিনজনকে গ্রেফতার করেছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ গতকাল রাতে অমরপুর মহকুমায় ডলুমা এলাকায় অভিযানে গিয়ে কিশোর জমাতিয়াকে আটক করেছে৷ তার কাছ থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে৷ তার জবানবন্দিতে কিল্লা থানার পুলিশ গতকাল রাতেই বিশেষ অভিযানে নেমে রাজভক্ত জমাতিয়াকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাদের দু-জনকেই বীরগঞ্জ থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷
পুলিশ ওই ছিনতাইয়ের ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে সন্দেহ করছে৷ গতকাল রাতে ধৃত দুজনকে জেরা করে ঘটনার সাথে যুক্তদের পরিচয় জানা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ৷ তবে সন্দেহভাজন এক অপরাধীর কাছ পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ ওই ছিনতাইয়ের ঘটনার সাথে বড় চক্র রয়েছে বলে অনুমান করছে৷ পুলিশ সূত্রের খবর, ওই পিস্তল কিশোর জমাতিয়ার কাছে কোথা থেকে এসেছে এবং কেনই বা সে পিস্তল রাখছে তার কাছে, সমস্ত প্রশ্ণের উত্তর জানতে চাইছে পুলিশ৷