অস্ত্রোপচার ও সিটি স্ক্যান হয়েছে, ডিসিপি অমিত শর্মা বিপদমুক্ত : দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিপদ কেটে গিয়েছে| নিরাপদ ও বিপদমুক্ত রয়েছেন শাহদারার ডিসিপি অমিত শর্মা| সোমবার রাতে ডিসিপি অমিত শর্মার অস্ত্রোপচার হয়েছে, মঙ্গলবার সকালে সিটি স্ক্যানও হয়েছে| ডিসিপি এখন বিপদমুক্ত রয়েছেন| মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে| সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন সোমবার গোকুলপুরী এলাকায় গুরুতর আহত হয়েছিলেন শাহদরার ডিসিপি অমিত শর্মা| পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি| চিকিত্সার পর এখন বিপদমুক্ত রয়েছেন ডিসিপি অমিত শর্মা|

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসিপি অমিত শর্মার জ্ঞান ফিরেছে| সোমবার রাতে অস্ত্রোপচার হয়েছে এবং মঙ্গলবার সকালে সি টি স্ক্যান করা হয়েছে| তিনি নিরাপদে আছেন এবং বিপদমুক্ত রয়েছেন| উল্লেখ্য, সোমবার গোপালপুরী এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে খণ্ডযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন হেড কনস্টেবল রতন লাল| আহত হয়েছিলেন ডিসিপি অমিত শর্মা| গোপালপুরী এলাকায় সোমবার থেকেই প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *