প্রত্যেকেই চাইছেন হিংসা বন্ধ হোক : স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট  উদ্বেগজনক| মঙ্গলবার সকালে ফের নতুন করে সংঘর্ষ বাধে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর ও ব্রহ্মপুরীতে| দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে| দিল্লিতে ইতিমধ্যেই হিংসাত্মক ঘটনায় একজন পুলিশ হেড কনস্টেবল-সহ ৭ জনের মৃত্যু হয়েছে| দিল্লির এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| উত্তর-পূর্ব দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| কেজরিওয়াল ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক, কংগ্রেস নেতা সুভাষ চোপরা, বিজেপি নেতা মনোজ তিওয়ারি, দিল্লির বিধায়ক রামবীর সিং বিধুরি-সহ অন্যান্যরা| বৈঠকে উত্ত-পূর্ব দিল্লির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে|

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘হিংসা বন্ধ হোক, তা প্রত্যেকেই চাইছেন| স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ডেকেছিলেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে| দিল্লিতে শান্তি ফিরে আসুক, তা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি রাজনৈতিক দল|’ উত্তর-পূর্ব দিল্লিতে বর্তমানে যা পরিস্থিতি, তাতে সেনাবাহিনী নামানো হতে পারে বলেও মনে করা হচ্ছে| কেজরিওয়াল জানিয়েছেন, ‘যদি প্রয়োজন হয়…আমি তেমনই মনে করছি…তবে এই মুহূর্তে পুলিশ ব্যবস্থা নিচ্ছে…আমাদের আশ্বাস দেওয়া হয়েছে (স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে) প্রয়োজন মতো পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে|’

উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার গভীর রাতেই জরুরি বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| প্রায় আড়াই ঘন্টার ওই বৈঠকে ছিলেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক, আইবি-র প্রধান অরবিন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা-সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *