BRAKING NEWS

দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ১৫০

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা চাইল পুলিশ। অন্যদিকে এই হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। গুরুতর জখম ১৫০।

সোমবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি সতীশ গোলচা জানিয়েছেন, দুষ্কৃতিদের আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য  বিপুল সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।  

হেড কনস্টেবল রতন লালের মৃত্যু নিয়ে বলতে গিয়ে দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়ক জানিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন রতন লাল। তাঁর জন্য আমরা গর্বিত।

অন্যদিকে খাজুরে খাসে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা। অন্যদিকে গুরু তেগবাহাদূর হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া।
রাজধানীর হিংসা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির হিংসা নিয়ে গোটা দেশ চিন্তিত। হিংসা বাড়লে হতাহত এবং ক্ষয়ক্ষতির  পরিমাণও বাড়বে।
উপরাজ্যপাল অনিল বৈজাল জানিয়েছেন, দিল্লিতে শান্তি বজায় রাখার জন্য সবরকম প্রচেষ্টা করা হচ্ছে। পুলিশকে যাবতীয় সাহা্য্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *