নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : শাহিনবাগ মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২৬ ফেব্রুয়ারি হবে এই মামলার শুনানি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আদালত আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রনকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠিয়েছিল। এদিন তাঁরা মুখবন্ধ খামে নিজেদের রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেন। বিচারপতি সঞ্জয় কিশন কল এবং কে এম জোসেফের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন রিপোর্ট দেখার পরই পরবর্তী শুনানি হবে।
প্রায় দুই মাস ধরে রাস্তা আটকে শাহিনবাগে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন চালাচ্ছে বিক্ষোভকারীরা। তার জেরে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দুই বর্ষীয়ান আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রনকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠায় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত চেয়েছিল দুইমাস ধরে চলা আন্দোলন এবার বন্ধ হোক। আর আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চাইলে অন্যত্র তা করা হোক। সেই বার্তা দিতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা শুরু করেন দুই মধ্যস্থতাকারী।
মধ্যস্থতাকারী পাঠানোর বিষয়ে দেশের শীর্ষ আদালত আরও বলেছিল যে যদি এই প্রচেষ্টা পরেও যদি বিক্ষোভকারীরা শাহিনবাগ ছেড়ে না দেয়, তবে বিষয়টি স্থানীয় প্রশাসনের হাতেই ছেড়ে দেওয়া হবে।