চাকুরীতে নিশ্চয়তার দাবীতে গণবস্থান করল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ চাকুরীতে নিশ্চয়তার দাবিতে রবিবার আগরতলা সিটি সেন্টারের সন্মুখে দুই ঘণ্টার গনবস্থান সংগঠিত করলো ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চ ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের চাকুরির মেয়াদ শেষ হয়ে যাবে৷ এই শিক্ষকদের দাবি বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের চাকুরির সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিল৷ তাই প্রতিশ্রুতি মতো সরকার কাজ করুক৷

এইদিনের গনবস্থানে সামিল হয়ে ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের পক্ষে ডালিয়া দাস জানান মূলত দুইটি দাবিকে সামনে রেখে এইদিনের গনবস্থান সংগঠিত করা হয়েছে৷ প্রথম দাবি হচ্ছে ৩১ মার্চের আগে ১০,৩২৩ শিক্ষক, শিক্ষিকাদের চাকুরির সমস্যার স্থায়ী সমাধান করা৷ আর দ্বিতীয় দাবি হচ্ছে ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সকল শিক্ষক শিক্ষিকার ইতিমধ্যে অকাল মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারী চাকুরি প্রদান করতে হবে৷