BRAKING NEWS

পৃথক স্থানে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত ১২ লক্ষাধিক টাকার ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে বিএসএফ ২,৪২৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ১২ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভর্মা জানিয়েছেন, পাথরিদ্বার সীমান্ত বিওপি এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন৷ তখন তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়৷ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১,৯৭৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা৷ তিনি জানান, ওই নেশা সামগ্রী আগরতলায় কাস্টমস-র হাতে তুলে দিয়েছে বিএসএফ৷


এদিকে, চান্দেরপুরে নেশা বিরোধী অভিযানে বিএসএফ জওয়ানরা ৪৫০টি ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ অরুণ ভর্মা জানিয়েছেন, উদ্ধার ইয়াবার বাজারমূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা এবং গাঁজার মূল্য ১০ হাজার টাকা৷ ওই ইয়াবা ট্যাবলেট এবং গাজা যাত্রাপুর পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ এছাড়াও অন্যান্য প্রচুর বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ অরুণ ভর্মার কথায়, বিএসএফ জওয়ানরা ৭ লক্ষ ৬০ হাজার ১৬০ টাকার বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *