আগরতলায় চোরের দৌরাত্ম্য, মুদির দোকানে হাত সাফাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ রাজধানীর বিজয় কুমার চৌমুহনী স্থিত একটি মুদির দোকানে দুঃসাহসিক চুরি৷ শুক্রবার দোকান খুলে বিষয়টি নজরে আসে দোকান মালিকের পুত্রের৷ খবর দেওয়া হয় পুলিশে৷ দোকান মালিক পরিমল চন্দ্র পাল জানান বৃহস্পতিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়িতে যায় তাঁর ছেলে৷


যথারীতি শুক্রবার সকালে দোকান খুলে দেখতে পায় দোকানের জিনিস লণ্ড ভণ্ড৷ উপর দিকে চাইতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাঁর৷ দোকানের উপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা৷ এরপর সিলিং ভেঙ্গে দোকানের ভেতর প্রবেশ করে৷ দোকানে রাখা সিগারেট, পানীয় ও গুড়ো দুধ নিয়ে যায় চোরেরা৷ প্রায় ১৫ হাজার টাকার সামগ্রী এবং নগদ ২ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ দোকানের মালিকের বক্তব্য ঘন বসতি পূর্ণ এলাকা৷

তাঁর উপর পুলিশি টহল থাকে৷ তাঁর মধ্যে কিভাবে এই চুরির কান্ড সংগঠিত করল চোরেরা এই নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি৷ ৫ বছর আগে ঠিক একই কায়দায় তাঁর দোকানে চুরি হয়েছিল বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *