ত্রিপুরা ও অসম বাদে নাগাল্যান্ডে বাণিজ্যিক সম্ভাবনা দেখছে ওএনজিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা ও অসম বাদে উত্তর পূর্বাঞ্চলে নাগাল্যান্ডে বাণিজ্যিক সম্ভাবনা দেখতে পারছে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কপর্োরেশন(ওএনজিসি)৷ সংস্থার সিএমডি শশী শঙ্কর আজ জানিয়েছেন, নাগাল্যান্ডে ৫০০ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) হাইড্রোকাবর্োন পাওয়া যাবে৷ সে মোতাবেক চুক্তিবদ্ধ হওয়ার জন্য নাগাল্যান্ড সরকারকে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, দেশের অন্যান্য ওএনজিসি এসেটের মোট গ্যাস উত্তোলনের ৩১ শতাংশ শুধু ত্রিপুরায় পাওয়া যাচ্ছে৷ ত্রিপুরায় প্রায় ১.৫ বিলিয়ন কিউবিক মিটার(বিসিএম) গ্যাস উত্তোলন হচ্ছে৷


আজ সাংবাদিক সম্মেলনে ওএনজিসি’’র সিএমডি শশী শঙ্কর বলেন, সারা বিশ্বে ৩৯৩৭ বিসিএম গ্যাস উত্তোলন হচ্ছে৷ তার মধ্যে ভারতে ৩২.৮৭ বিসিএম গ্যাস উত্তোলন হচ্ছে৷ তিনি বলেন, ভারতে উৎপন্ন মোট গ্যাসের ১.৫ বিসিএম ত্রিপুরায় উত্তোলন হচ্ছে৷ তিনি জানান, ওএনজিসি’’র গ্যাস সবচেয়ে বেশি নিচ্ছে ওটিপিসি৷


ওএনজিসি’’র সিএমডি শশী শঙ্কর আজ জানিয়েছেন, ত্রিপুরা ও অসম বাদে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ডে৷ ওই রাজ্যে ৫০০ এমএমটি হাইড্রোকাবর্োন পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে৷ তিনি বলেন, নাগাল্যান্ড সরকারের কাছে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, একাধিকবার ওই বিষয়ে চর্চা হয়েছে৷ এদিকে, ত্রিপুরায় খুবালে ২ বছরের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *