নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): নাগপুরের অলিগলি থেকে রাজধানী দিল্লিতে নিজের শিল্পকর্ম তুলে ধরতে পেরে খুশি মহম্মদ মহসীন। পেশায় স্বর্ণকার মহম্মদ মহসীনের পৈত্রিক ব্যবসা হচ্ছে গয়নার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই তিনি এখন ফ্যান্সি জুয়েলারির ব্যবসা করছেন। নাগপুরে নিজের পণ্য বিপণন করলেও তা গোটা দেশের সামনে তুলে ধরার সুযোগ হয়নি। দিল্লির ইন্ডিয়া গেটে আয়োজিত হুনার হাট মেলার মাধ্যমে তিনি সেই সুযোগ পেয়ে খুবই খুশি। এই মেলায় গোটা ভারত থেকে মানুষ এসেছে। মহসীনের ফ্যান্সি জুয়েলারি কদর সবাই করছে। হুনার হাটকে হস্তশিল্পীদের জন্য সব থেকে বড় মঞ্চ বলে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি এই মেলায় আসার ফলে তার ব্যবসা ও পণ্যের পরিচিতি তৈরি হয়েছে বলে মনে করেন নাগপুরের এই বাসিন্দা।
সিএএ বিরোধী শাহিনবাগ আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কয়েক জন লোকের বিরোধিতা দেশের প্রগতিকে আটকাতে পারবে না। সরকার যাই করেন তা দেশের লোকের ভালর জন্য করে থাকেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাল জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ করা যেতে পারে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হুনার হাট হস্তশিল্প মেলা। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।