নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন প্রধানসচিব তথা প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিঙের ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়েছে৷ তাঁকে আগামীকাল সকাল সাড়ে আটটায় আগরতলায় নিয়ে আসবে ক্রাইম ব্রাঞ্চ৷ গতকাল তাঁকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আইআরএস অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে৷ পূর্ত ঘোটালায় তিনি অন্তিম ব্যক্তি মামলা রুজু হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন৷
প্রসঙ্গত, ত্রিপুরায় সর্ববৃহৎ বহু কোটি টাকার আর্থিক ঘোটালায় ইতিপূর্বে প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিক গ্রেফতার হয়েছেন এবং জেল খেটেছেন৷ বর্তমানে তাঁরা জামিনে মুক্ত৷ কারণ, পুলিশ চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে৷ সরকারি কেঁসুলির কথায়, পূর্ত ঘোটালায় তৃতীয় অভিযুক্ত ওয়াই পি সিং পলাতক৷ তাই পুলিশ ওই মামলায় সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি৷ কিন্তু ওয়াই পি সিং গ্রেফতার হলেই সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করে আদালতে চার্জশিট জমা দেবে ক্রাইম ব্রাঞ্চ৷ গতকাল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ওয়াই পি সিঙেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাকে গতকাল সকালে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে অবস্থিত আইআরএস আটক করে ক্রাইম ব্রাঞ্চ৷ সেখান থেকে তাঁকে ইন্দিরাপুরম নিয়ে যাওয়া হয়৷ পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টা ৫ মিনিটে ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করেছে৷ গতকাল রাতে কবিনগর থানার লকআপে তাঁকে রাখা হয়েছিল৷
আজ মঙ্গলবার ট্রানজিট রিমান্ডের জন্য গাজিয়াবাদ সিজেএম আদালতে তাঁকে সোপর্দ করা হয়৷ আদালত তাঁর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল সকালের প্রথম বিমানে তাঁকে আগরতলায় আনা হবে৷ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে আগরতলায় পৌঁছবে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা৷