নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ হাত-পা ছিন্নমুণ্ড পচাগলা একটি লাশ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ তবে পুলিশি তদন্তে বেরিয়েছে, কবর খুঁড়ে মৃতদেহটি শিয়াল-কুকুরে খুবলে খেয়েছে৷ ধারণা করা হচ্ছে, কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে ছড়ার জলে ফেলেছে মাংসাশী পশুরা৷ জানালেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ধর্মনগর সড়কের লালছড়া বাজার এলাকার ব্রিজের নিচে ইছাই ছড়ার জলে ভাসমান অবস্থায় সাতসকালে পথচারী স্থানীয় জনগণ হাত-পা-মুণ্ডু বিহীন পচাগলা একটি লাশ দেখতে পান৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার-সহ বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে ভিড় জমান শতশত স্থানীয় জনগণ৷ প্রথমে মুণ্ডুবিহীন মৃতদেহ শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে পুলিশের৷ অবশেষে মৃতদেহটি ইছাই বড়ুয়াকান্দি ২ নম্বর ওয়ার্ডের জনৈক মকবুল আলির মেয়ে রুমানা বেগম (৭)-এর বলে শনাক্ত করা হয়েছে৷
উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ৪/৫ দিন আগে ইছাই বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ২ ওয়ার্ডের বাসিন্দা মকবুল আলির সাত বছরের মেয়ে রুমানা বেগমের জলে পড়ে মৃত্যু হয়েছিল৷ রীতি মেনে মেয়ের মৃতদেহ কবর দেওয়া হয়৷ কিন্তু গতকাল রাতে কবরের পাশের বাড়ির একটি কুকুর মুখে করে একটি কাটা হাত বাড়িতে নিয়ে আসে৷ এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই বাড়ির লোকজন৷ বিষয়টি মকবুল আলিকে জানানো হয়৷