কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.): রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তাপস পালের শেষকৃত্য সম্পন্ন হল| ছিলেন পরিবারের ঘনিষ্টরা, রাজ্যের মন্ত্রী, অভিনয় জগতের কলাকুশলীরা এবং তাঁর প্রচুর গুনমুগ্ধ| এর আগে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তদন্ত সংস্থার অত্যাচারেই তাপস পালকে সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে|
এদিন সকালে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় অভিনেতা তাপস পালের মরদেহ৷ সেখানে ১০ মিনিট তাঁর মরদেহ রাখা ছিল৷ এরপর সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। সকলের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনেই দুপুর পর্যন্ত শায়িত ছিল মরদেহ। রবীন্দ্রসদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷
মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তাপসবাবু। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছে ছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই কলকাতায় নিয়ে আসা হয় তাঁর মরদেহ। তারপর ‘পিস হাভেন’-এ রাখা হয় অভিনেতা তাপস পালের দেহ। বুধবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়।