বাজেটের প্রতিবাদে আগরতলায় সিপিএমের মিছিল, সভা করতে না দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে সিপিআইএম সদর বিভাগীয় কমিটি৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, সদর জেলা সম্পাদক পবিত্র কর প্রমুখ৷ মিছিলে অংশ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন৷

বাজেট প্রস্থাবের বিরুদ্ধে গোটা দেশে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার আহ্বান জানান৷ তিনি অভিযোগ করেন বাজেট বিরোধী মিছিল ও সভা করতেও বাধা দিচ্ছে পুলিশ৷ আগাম অনুমতি নেওয়া স্বত্বেও পুরানো মোটর স্ট্যান্ডে সভা করতে দেওয়া হয়নি৷ কামান চৌমুহনিতেই মিছিল আটকে দেওয়া হয়েছে৷ বিশালগড়েও বিক্ষোভ জমায়েত করতে দেওয়া হয়নি৷ দুবৃত্তরা আক্রমণ সংগঠিত করেছে, পেট্রোল বোম বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন৷ তিনি এসে হাতটি নিয়ে আবার কবরে দাফন করে দেন৷ কিন্তু আজ সকালে হাত-পা মুণ্ডবিহীন পচাগলা অবস্থায় মৃতদেহটি ছড়ার জলে ভাসমান অবস্থায় দেখতে পান পথচারী এলাকার লোকজন৷


ভানুপদবাবু জানান, আজ কদমতলা থানার পুলিশ কবরস্থানে গিয়ে কবর খুড়ে দেখেতে পায় মৃতদেহটি কবরে নেই৷ শুধু একটি হাত কবরে পড়ে রয়েছে৷ অপরদিকে, ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *