BRAKING NEWS

কেন্দ্র ও দিল্লি সরকারের একসঙ্গে কাজ করা দরকার, একমত স্বরাষ্ট্রমন্ত্রী : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট-প্রচারে সর্বাধিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে| দেশদ্রোহী, জঙ্গিদের মদতদাতা তকমাও দেওয়া হয়েছিল আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে| দিল্লি-দখলের লড়াইয়ে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি| কিন্তু, বিজেপির স্বপ্ন-ভঙ্গ হয়েছে| দিল্লি ফের নিজেদের দখলে রেখেছে আম আদমি পার্টি| পুনরায় দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাত্ করলেন অরবিন্দ কেজরিওয়াল| বুধবার দুপুরে অমিত শাহ ও অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে বেশ কিছু সময় ধরে বৈঠক হয়| তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর, বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্ করলেন কেজরিওয়াল|

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘মনোরম পরিবেশে, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে| বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি| দিল্লির উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারকে একসঙ্গে কাজ করা দরকার, এ ব্যাপারে আমরা উভয়েই একমত হয়েছি| আমরা একসঙ্গেই কাজ করব|’ কেজরিওয়ালকে এদিন প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শাহিনবাগ নিয়ে কী আলোচনা হয়েছে, উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘এ বিষয়ে কোনও আলোচনা হয়নি|’ ক্ষমতায় আসার পরই জোরকদমে কাজ শুরু করতে চাইছেন কেজরিওয়াল| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি, সোমবার থেকে তিন-দিনের বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *