নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ১৭ ফেব্রুয়ারি ৷৷ চন্দ্রপুরের নাথপাড়া থেকে পূর্ব থানার পুলিশ নেশা জাতীয় ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে৷ তারা হলো সুমন সরকার, বাড়ি জয়নগরের দশমীঘাট এবং ভাটি অভয়নগরের প্রিয়তোষ বিশ্বাস৷
তাদের কাছ থেকে নেশা জাতীয় ২৪০টি ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ স্থানীয় জনগণের খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷
এদিকে, সোমবার দুপুরে খোয়াই জেলার পুলিশ সুপার সহ আসাম রাইফেলস জওয়ানরা যৌথভাবে অভিযান চালায় রথটিলার বাসিন্দা অনিল রিয়াংয়ের বাড়ীতে৷ প্রায় তিন কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়৷ তবে, কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ মোট ৩৪৫ কোজি গাঁজা উদ্ধার করা হয়৷ তাছাড়া ৩৫০টির বেশী গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷