নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ হঠাৎ কুয়াশায় ঢাকল ত্রিপুরার রাজধানী আগরতলা৷ প্রাক-বর্ষা আবহাওয়ার পরিবর্তন স্বরূপ সোমবার প্রচণ্ড কুয়াশা ছিল বলে দাবি আবহাওয়াবিদদের৷ আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে আর্দতা বেশি থাকায় আজ কুয়াশা পড়েছে৷ তাছাড়া, বাতাসের ধরণ পরিবর্তন হচ্ছে, সে-কারণেও কুয়াশা ছিল আজ৷ আবহাওয়ার পরিবর্তনে আগরতলাবাসী দুশ্চিন্তায় পড়েছেন৷
আজ সকাল প্রায় ১০টা পর্যন্ত কুয়াশায় মোড়া ছিল আগরতলা৷ ঘন কুয়াশায় বিশেষ করে যানবাহন চলাচলে ভীষণ অসুবিধা হয়েছে৷ প্রাতঃভ্রমণকারীরাও এই কুয়াশা দেখে স্তম্ভিত৷ জনৈক প্রাতঃভ্রমণকারী বলেন, পৌষ-মাঘ শেষ হয়ে এখন ফাল্গুন মাস শুরু হয়েছে৷ বসন্তের আগমনে এমন কুয়াশা পড়েছে, স্মরণকালে মনে করতে পারছি না৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবহাওয়ার এই আমূল পরিবর্তন হয়ত কোনও অশনি সংকেত দিচ্ছে৷ তাঁর দাবি, এমন আবহাওয়ায় শরীর সুস্থ রাখা দায় হবে৷
মেয়েকে সুকলে নিয়ে যাওয়ার সময় জনৈক অভিভাবক বলেন, ঠাণ্ডা তেমন নেই ঠিকই৷ কিন্তু ঘন কুয়াশায় রাস্তায় চলাচলে ভীষণ অসুবিধা হয়েছে৷ তাছাড়া এই আবহাওয়া শিশুদের জন্য ক্ষতিকারক৷ আরেক অভিভাবক বলেন, এই আবহাওয়ায় সর্দি, কাশি হওয়ার সম্ভাবনা প্রবল৷ ফলে, ছেলে-মেয়েদের সুস্থ রাখা সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
আবহাওয়ার হঠাৎ পরিবর্তন সম্পর্কে আবহাওয়া দফতরের জনৈক আধিকারিক জানান, প্রাক-বর্ষা আবহাওয়ার পরিবর্তনের জন্যই আজ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছিল আগরতলা৷ তাছাড়া, বাতাশের ধরণ ক্রমাগত পরিবর্তন হচ্ছে৷ এই পরিবর্তনও কুয়াশার জন্য অন্যতম কারণ৷ তিনি বলেন, আজ বাতাসের আপেক্ষিক আর্দতা অন্যান্য দিনের তুলনায় বেশি৷ তিনি জানান, এখন থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে৷ তাতে গরম পড়বে৷ তাছাড়া, আগামী ২০ কিংবা ২১ ফেব্রুয়ারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে৷