BRAKING NEWS

পাচারকালে অবৈধ চোরাই কাঠবোঝাই মিনিট্রাক বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ অসম থেকে ত্রিপুরায় পাচার করতে গিয়ে প্রায় দু-লক্ষধিক টাকা মূল্যের অবৈধ চেরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর সঙ্গে কাঠ পাচারে ব্যবহৃত একটি টাটা ডিআই মিনিট্রাকও আটক করা হয়েছে৷ তবে রহস্যজনকভাবে অবৈধভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে, এমন-কি গাড়ির চাকলকেও আটক করতে পারেননি অভিযানকারী বনকর্মীরা৷


সোমবার এই খবর দিয়ে পাথারকান্দির রেঞ্জ ফরেস্ট অফিসার দেবজ্যোতি নাথ জানান, রবিবার সন্ধ্যারাতে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন তাঁরা৷ এক সময় এএস ২৪ সি ৫০২৭ নম্বরের একটি টাটা ডিআই চেরাই কাঠ বোঝাই করে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করে৷ তখন তাঁরা গাড়িটিকে আটক করেন৷ তবে সুযোগ বুঝে চালক ও কাঠের মালিক পালিয়ে যেতে সক্ষম হয়৷ টাটা ডিআই থেকে প্রায় ১৫০ সিএফটি চেরাই সরল ও বনাক জাতীয় গাছের কাঠ উদ্ধার করেন তারা৷ গাড়িটি কাঠ বোঝাই করে করিমগঞ্জের সরিষা থেকে আসছিল৷ বাজেয়াপ্তকৃত কাঠগুলির বাজারমূল্য প্রায় দু-লক্ষ টাকা হবে বলে জানান তিনি৷


রেঞ্জার নাথ জানান, কাট-সহ ট্রাকটি তাঁর কার্যালয়ে রাখা আছে৷ বাজেয়াপ্তকৃত কাঠগুলোর কোনও বৈধ কাগজ পত্র নেই না পাওয়াতে এগুলো জব্দ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *