BRAKING NEWS

কৃমিনাশক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের খাওয়ানো হল ট্যাবলেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি ৷৷ ১৭ ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন সুকলেও ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়৷ ১ থেকে ১৯ বছরের ছেলেমেয়েদের এই ট্যাবলেট খাওয়ানো হয়৷ শিশু বিহার সুকলেও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়৷ সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীদের ট্যাবলেট খাওয়ানো হয়৷ ছাত্রছাত্রীদের মধ্যে এনিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ কোথাও থেকে কৃমিনাশক ওষুধ খাওয়ায় অসুস্থ হয়ে পড়ার কোন খবর নেই৷
কৃমিনাশক দিবস উপলক্ষ্যে সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়েও ছাত্রীদের ট্যাবলেট খাওয়ানো হয়৷ ভরা পেটে ওষুধ খাওয়ানো হয়৷ যারা বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি তাদেরকে বাড়িতে গিয়ে খাবার জন্য কৃমিনাশক ট্যাবলেট দিয়ে দেওয়া হয়৷


মোহনপুরের বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক জাতীয় কৃমিনাশক দিবসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ গাছে জল সিঞ্চনের মাধ্যমে জেলাভিত্তিক কৃমিনাশক দিবসের উদ্বোধন করে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই শিক্ষা সুরক্ষিত থাকবে৷ সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ের ১ থেকে ১৯ বছর বয়সী সবাইকে এই ঔষুধ খাওয়ানো হবে৷ তিনি আরও বলেন, খোলা মাঠে মলত্যাগ করা একেবারেই বন্ধ করতে হবে৷ খাওয়ার আগে ভাল করে হাত ধোওয়া, হাওয়াই চপ্পল পরে টয়লেট যাওয়া, খাওয়ার পরে হাত ধোওয়া এগুলিকে অভ্যাসে পরিণত করতে হবে৷ প্রধান অতিথির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, এই কর্মসূচি সফল করে তোলার জন্য সবাই এগিয়ে আসলেদ্দর ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে৷

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক সুদীপ দেববর্মা, জাতীয় কৃমিনাশক দিবসের কর্মসূচির রাজ্যের নোডাল অফিসার ডাঃ দীপ কুমার দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক যোগমায়া চাকমা৷ স্বাগত ভাষণ রাখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মোহনপুরের মহকুমা শাসন প্রসূন দে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *