নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ নেশাসামগ্রী চোরাচালান সংক্রান্ত একটি মামলায় পশ্চিমবঙ্গের চবিবশ পরগনার দুই ব্যক্তিকে দশ বছরের কারাদন্ডাদেশ দিলেন ধর্মনগরস্থিত উত্তর জেলার জেলা ও দায়রা বিচারক৷ সোমবার বিচারক গৌতম সরকার এই সাজা ঘোষণা করেন৷ সাজাপ্রাপ্তরা হলেন মহম্মদ সাদিক (৫২) এবং বাবলু ঢালি (৪৫)৷
দুজনের বাড়িই পশ্চিমবঙ্গের চবিবশ পড়গনাতে৷ তাদেরকে দশ বছরের কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়৷ মূলতঃ মামলাটি হয়েছিল ২০১৭ সালের ১০ আগষ্ট পানিসাগর থানায়৷ মামলার নম্বর ২০১৭পিএনএস০৬৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার রঞ্জিত দেববর্মা চলতি বছরে ৪ জানুয়ারী আদালতে চার্জশিট দাখিল করেন৷ তারপর আদালতে চলে বিচার প্রক্রিয়া৷ সোমবার বিচারক এই রায় ঘোষণা দেন৷ এদিকে, মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন পিপি পার্থ পাল৷