BRAKING NEWS

আশা করছি ৩ মার্চ ওদের ফাঁসি হবে, নতুন দিন ঘোষণায় প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : আশা করছি ৩ মার্চ ওদের ফাঁসি হবে ৷সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষক ও খুনির জন্য নতুন ফাঁসির দিন ধার্য করার পর এমনই মন্তব্য করেন নির্ভয়ার মা |

সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়ার পরিবার ও কেন্দ্রের তরফে জমা দেওয়া এক পিটিশনের শুনানি ছিল ৷ এই শুনানি চলাকালীনই নির্ভয়ার দোষীদের আগামী ৩ মার্চ ফাঁসির পরিবর্তিত দিন চূড়ান্ত করল পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হলেও বার বার দিন পিছানোয় খুব একটা খুশি নন নির্ভয়ার মা ৷ ফাঁসির দিন ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল ৷ আমি এটা নিয়ে খুব একটা খুশি নই ৷ আমরা অনেক লড়াই করেছি ৷ শেষ পর্যন্ত ফাঁসির দিন ঘোষণায় আমরা সন্তুষ্ট ৷ আশা করছি ৩ মার্চ ওদের (দোষীদের) ফাঁসি হবে ৷”

এর আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আগামী ৩ মার্চ সকাল ছটায় তাদের ফাঁসিতে ঝোলানো হবে নির্দেশ দেয় । কোর্টের নির্দেশ অনুযায়ী  ওইদিন ভোর ৬টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার অপরাধীকে ৷  চার দোষীর মধ্যে তিনজনেরই আইনি সহায়তা পাওয়ার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। ফলে এই মৃত্যুদণ্ড পিছোনোর আর কোনও উপায় নেই। স্বভাবতই আদালতের এই নির্দেশে খুশি নির্ভয়ার পরিবার। এদিকে যেনতেন প্রকারেণ মৃত্যুদণ্ড এড়ানো চেষ্টা করছে নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত চারজন।

এদিকে তিহার জেলের ভিতরেই অনশন শুরু করেছে নির্ভয়ার ধর্ষক-খুনি বিনয় শর্মা। সোমবার শুনানির শুরুতেই একথা সুপ্রিম কোর্টে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। পরে তার আইনজীবী দাবি করে, মানসিকভাবে অসুস্থ বিনয়। এখন ফাঁসির কার্যকর নির্দেশ কার্যকর করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *