পুলিশকে ঘুমে রেখে বনকর্মীদের নিয়ে বিএসএফের অভিযান, আটটি বাইক উদ্ধার, বাজেয়াপ্ত বিস্তর পরিমাণ নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ বিএসএফের অভিযানে উদ্ধার করা হয়েছে আটটি বাইক৷ সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী৷ তাছাড়া ধবংস করা হয়েছে বিস্তর গাঁজা গাছ৷ যদিও এই অভিযানে বিএসএফ পুলিশকে ঘুমে রেখেছে৷ তবে, সাথে নিয়েছে বন দপ্তরের কর্মীদের৷ পরে অবশ্য উদ্ধার করা মালপত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে৷ এত পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি কাউকে৷


সংবাদে প্রকাশ, সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অধীন আনন্দপুর বর্ডার আউটপোস্টের কাছে ঘাটিঘর এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ করা হয়েছে বলে বিএসএফের কাছে খবর যায়৷ মূলত গকলুনগরস্থিত বিএসএফ ক্যাম্পের গোয়েন্দা বিভাগের কাছে এই খবর পৌঁছে৷ সেই মতো বিএসএফ জওয়ানরা বক্সনগরস্থিত বন দপ্তরের কর্মীদের সাথে নিয়ে অভিযান চালায় শনিবার৷ ওই এলাকায় অভিযানকারী দলটি পৌঁছা মাত্রই গাঁজা মাফিয়ারা গভীর জঙ্গলে পালিয়ে যায়৷ গাঁজা পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যাওয়ারপর বিএসএফ ও বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে সেখান থেকে ১৮টি প্লাস্টিকের ব্যারেল এবং ৯টি পলিথিনের বস্তা উদ্ধার করে৷ মোট ৮৮৯ কেজি গাঁজা এইসব ব্যারেল ও বস্তায় ভর্তি ছিল৷ পাশাপশি তিনটি জায়গায় এই অভিযান চালানো হয়ছিল৷ উদ্ধার করা হয় আটটি বাইক৷


অভিযানকারী নিরাপত্তা কর্মীরা বিভিন্ন এলাকায় প্রায় তিন হেক্টর জমিতে চাষ করা ৪৫০০ গাঁজা গাছ পুড়িয়ে দিয়েছে৷ উদ্ধার করা এবং পুড়িয়ে ফেলা গাঁজার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৬৩ লক্ষ ৪৫ হাজার টাকা৷ উদ্ধার করা সামগ্রী সোনামুড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ৷ অন্যদিকে, শনিবার ও রবিবার বিএসএফ জওয়ানরা বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে ৮৯ হাজার ৯৮ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ যার মধ্যে ইয়াবা টেবলেটও রয়েছে৷


পানিসাগর সংযোজন ঃ অবৈধ নেশা বিরোধী অভিযানে আবারও পানিসাগর থানার সাফল্য৷ গোপন সংবাদের ভিওিতে পানিসাগর থানার পুলিশ জ্বলেবাসা বাজার থেকে এইচ,পি,৩৮ বি,/৬৯৪৫ নম্বরের দশ চাকার গাড়ী থেকে ২৬৫ কে,জি,অবৈধ গাঁজা উদ্ধার করে৷ পুলিশি হানার ভয় পেয়ে চালক পালিয়ে যায়৷ বাধ্য হয়ে পানিসাগর থানার পুলিশ অভিযুক্ত গাড়িটিকে মাল সমেত থানায় নিয়ে আসে৷ ঘটনা স্থলে উপসিতি হয় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং পানিসাগর থানার ও,সি,সৌগত চাকমা ৷


এস,পি,জানান আটক কৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকার মত হবে৷ জানাা গেছে গাড়িটি আগরতলা থেকে জ্বলেবাসা বাজারস্থিত চুরামনি নাথের দোকান থেকে রাবার সিট নিয়ে বহিঃরাজ্যে যাবার উদ্দ্যেশে এসেছিল৷ রাবার গুলি গাড়িতে উঠানোর প্রাক্কালে স্থানীয় জনগণ বিষয়টি আঁচ করতে পেয়ে পানিসাগর থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপরে একটি মামলা নেয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *