ধাত্রীদের আরও স্বীকৃতির দাবি ‘সোসাইটি অফ মিড ওয়াইভস ইন্ডিয়া’-র

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি  (হি.স.) : উন্নত দেশগুলির তুলনায় ভারতে সিজারিয়ান বার্থের সংখ্যা অনেক বেশি| দেশের গড় হিসাবের নিরিখে পশ্চিমবঙ্গে সিজারিয়ান জন্মের হার আরও বেশি| এই পরিস্থিতি দূর করতে ধাত্রীদের আরও স্বীকৃতি, তাঁদের উপযুক্ত ব্যবহার এবং নার্সদের থেকে পৃথক করার দাবি জানাল ‘সোসাইটি অফ মিড ওয়াইভস ইন্ডিয়া’ (সোমি)|

আগামী ১৪ ও ১৫ মার্চ সংগঠনের ৫ম রাজ্য সম্মেলনে এ ব্যাপারে জোরালো দাবি জানাবেন বরিষ্ঠ ধাত্রীরা| এই সঙ্গে তাঁরা পালন করবেন ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০০ বছর| শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে এ কথা জানিয়ে বলা হয়, “সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় দেখা যাচ্ছে স্বাভাবিক প্রসব কমছে, বাড়ছে অস্ত্রপচার-জনিত (সিজারিয়ান) প্রসব| বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসাবে ভারতে এই হার যেখানে ১৫ শতাংশ পর্যন্ত সীমার উল্লেখ করেছে, সেখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে তা হয়েছে ২৪ শতাংশের কাছাকাছি|

‘সোমি’-র রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন উপ অধিকর্তা (নার্সিং) সান্ত্বনা কুন্ডু বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোয় প্রশিক্ষিত ধাত্রীরা কেবল প্রসব এবং সংশ্লিস্ট কাজে ব্যবহৃত হন| পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের বিভিন্ন কাজে লাগানো হয়|” সংগঠনের সভাপতি মিতালি অধিকারী, ছাড়াও মানসী জানা, ভারতী চট্টোপাধ্যায়, অপর্ণা রায় প্রমুখ বরিষ্ঠ প্রতিনিধিরা এ দিন তাঁদের বক্তব্য পেশ করেন| দাবি করেন, ধাত্রীবিদ্যা ও এর পরিষেবার মানোন্নয়ন, নিরাপদ প্রসবের নীতি নির্ধারণ, ধাত্রীদের পৃথক স্বীকৃতির|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *