BRAKING NEWS

বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ চলে গেলেন বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷ তার মৃত্যুর সংবাদে রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল আজ আর নেই৷ বার্ধক্যজনিত রোগে ৭৮ বছর বয়সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷

প্রয়াত পরিতোষ পাল রাজ্যে বিজেপির অন্যতম সংগঠক ছিলেন৷ দলের রাজ্য কমিটির সহ সভাপতি, সম্পাদক, এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে গেছেন৷ তার প্রয়াণে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ প্রয়াতের মৃতদেহটি বিজেপির রাজ্য সদর কার্যালয়ে নিয়ে আসা হলে দলীয় পতাকা দিয়ে তার নশ্বর দেহ ঢেকে দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন তিনি ছিলেন দলের একনিষ্ঠ নেতা৷

তাঁর নির্দেশিত পথকে পাথেয় করে স্বপ্ণ পূরণে দল এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, প্রয়াত পরিতোষ পাল ত্রিপুরা রাজ্য সংঘ দিয়ে সাংগঠনিক কাজ শুরু করেন৷ তিনি ছিলেন, দলের প্রতিষ্ঠাতা সদস্য৷ হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত তিনি দলের কাজ করে গেছেন৷ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য পরিতোষ পালের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের দুই সাংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *