BRAKING NEWS

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬৫

বেজিং, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : করোনাভাইরাসের দাপটে চিনে শনিবার ১৪২ জন প্রাণ হারিয়েছে। ফলে মারণ এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬৫। পাশাপাশি সে দেশের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০৯ জন। সব মিলিয়ে চিনে এখন পর্যন্ত মারণ এই ভাইরাসে আক্রান্ত ৬৮৫০০ জন ।

হুবেই প্রদেশে মারণ এই রোগের মোকাবিলা করতে ২৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে মোতায়েন করেছে চিনা প্রশাসন। অন্যদিকে হুবেইতে আটকে পড়া নিজেদের ১৭৫জন নাগরিককে এয়ারলিফট করল নেপালি প্রশাসন। জাপানের ইয়োকোহামা বন্দরে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজে আটকে পড়া নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং প্রশাসন।উল্লেখ করা যেতে পারে ওই জাহাজে ৩৩০ জন হংকংয়ের নাগরিক রয়েছে। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর 

কেজরিওয়ালের শপথকে ঘিরে নিরাপত্তা জোরদার রামলীলায় 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হল দিল্লিতে। রাজধানীর রামলীলা ময়দানে প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

রবিবার গোটা রামলীলা ময়দানের একাধিক জায়গায় বসানো হয় সিসিটিভি। যান চলাচল নিয়ন্ত্রণও করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল অনিল বৈজাল। সকল দিল্লিবাসীকেই এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে আপের তরফে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *