নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : জোড়া মোষের সঙ্গে সমান তালে দ্রুত গতিতে দৌড়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন কর্ণাটকের বাসিন্দা শ্রীনিবাস গৌড়া। ১৪২.৫০ মিটার দৌড় তিনি শেষ করেন মাত্র ১৩.৬২ সেকেন্ডে। যা নিয়ে তাঁর তুলনা কিংবদন্তি অলিম্পিয়ান উইসেন বোল্টের সঙ্গে হচ্ছে। বিষয়টি নজরে আসা মাত্রই ট্যুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু লেখেন, দেশের মধ্যে থাকা এমন ধরণের প্রতিভাদের আরও সুযোগ করে দেওয়া হবে।
নিজের ট্যুইটবার্তায় কিরেন রিজিজু আরও লেখেন, সাইয়ের(স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) বর্ষীয়ান প্রশিক্ষককের সামনে ট্রায়াল দেওয়ার জন্য ডাকা হবে শ্রীনিবাসকে। অলিম্পিক এবং বিশেষ করে অ্যাথিলেটিক্সের মান নিয়ে খুব কম মানুষই অবগত। কিন্তু মানুষের শক্তি এবং তাঁর ধৈর্য বহুবার অলিম্পিকের মানদণ্ডকে ছাপিয়ে যায়। কিন্তু সচেতনতার অভাবে এই সকল প্রতিভা জনসমক্ষে আসে না। এমন পরিস্থিতিতে প্রশাসনের কর্তব্য হচ্ছে যাতে কোনও প্রতিভা পিছিয়ে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখা।
উল্লেখ্য, কর্ণাটকের মুদবিদ্রি(মেঙ্গালুরু) নিবাসী শ্রীনিবাস গৌড়া গত ১ ফেব্রুয়ারি কাদরির ধানক্ষেতে জোড়া মোষের দৌড়ে (কাম্বালা) ১৪২.৫ মিটারের দৌড় মাত্র ১৩.৬২ সেকেন্ডে শেষ করেন। এরপরেই তাঁর তুলনা কিংবদন্তি অলিম্পিয়ান উসেইন বোল্টের সঙ্গে করা হচ্ছে। যদিও অমায়িক শ্রীনিবাস জানিয়েছেন যে তিনি একজন সাধারণ ব্যক্তি যিনি মোষের সঙ্গে দৌড়ন। অন্যদিকে বোল্ট একজন বিশ্বচ্যাম্পিয়ন।