২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান : আরবিআই গভর্নর

নয়াদিল্লি ও মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): অর্থবর্ষ ২০২০-২১-এ জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান করা হচ্ছে| শনিবার এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস| আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির অনুমান করা হচ্ছে ৬ শতাংশ, যা অর্থনৈতিক সার্ভে প্রোজেকশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ| আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, বিগত ৩ বছর ধরে মনেটারি পলিসি (মুদ্রানীতি) ফ্রেমওয়ার্ক (এমপিএফ) অপারেশন চলছে| আভ্যন্তরীণভাবে আমরা এমপিসি ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করেছে তা পর্যালোচনা এবং বিশ্লেষণ করছি| উপযুক্ত সময়ে, প্রয়োজন হলে, আমরা সরকারের সঙ্গে আলোচনা করব| এই মুহূর্তে পর্যালোচনা চলছে|

শনিবার মুম্বইয়ে বাজেট-পরবর্তী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস-এর ৫৮২ তম কেন্দ্রীয় বোর্ড মিটিং হয়| বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারণ, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ| বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান করা হচ্ছে| আভ্যন্তরীণভাবে আমরা এমপিসি ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করেছে তা পর্যালোচনা এবং বিশ্লেষণ করছি| উপযুক্ত সময়ে, প্রয়োজন হলে, আমরা সরকারের সঙ্গে আলোচনা করব| এই মুহূর্তে পর্যালোচনা চলছে|

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ‘ক্রেডিট লিমিট প্রসারিত করা হয়েছে| চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা মেটাতে এবং বিশেষত গ্রামীণ অঞ্চলে ব্যাঙ্ক এবং ঋণের সুবিধার জন্য আমি নিজে নজর রাখছি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *