জয়পুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : দেশে শান্তি, শৃঙ্খলা ও সংহতি ফিরিয়ে আনতে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের দাবি জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধুই দাবি জানানো নয়, গেহলট শনিবার আচমকা পৌঁছেও গেলেন জয়পুরের সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভ সমাবেশে। বর্তমানে এই জায়গাকে জয়পুরের ‘শাহিনবাগ’ বলা হচ্ছে। এদিনের বিক্ষোভ সমাবেশে গেহলট বলেন, “সংবিধানের ভাবাদর্শের বিরোধী এই সংশোধিত নাগরিকত্ব আইনটি পুনর্বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। দেশে শান্তি, শৃঙ্খলা ও সংহতি ফিরিয়ে আনতে আইনটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত কেন্দ্রের।”
রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, তিনি ও তাঁর সরকার আন্দোলনকারীদের পাশেই রয়েছেন। তার জন্য ডিটেনশন ক্যাম্পে যেতে হলে, যাবেন বলেও জানান। নাগরিকত্ব প্রমাণের জন্য কেন মা, বাবার জন্মস্থানের তথ্যাদিও জানাতে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন গেহলট। তিনি আরও বলেন, “আমি যদি আমার মা, বাবার জন্মস্থানের তথ্যাদি না জানাতে পারি, তা হলে আমাকেও গিয়ে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। অথচ, আমি আমার মা ও বাবার কোথায় জন্ম হয়েছিল, তা সঠিক ভাবে জানি না। আপনাদের জানিয়ে রাখছি, তেমন পরিস্থিতি এলে আমাকেই সবার আগে নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে। আমাকে সেখানে গিয়েই থাকতে হবে।’