নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ এলাকাবাসিদের গোপন সংবাদের ভিত্তিতে এসডিপিও এনসিসি মাধুরি মজুমদারের নেতৃত্বে এনসিসি থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল৷ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে চারজনকে৷
ঘটনার বিবরণে জানা যায় এসডিপিও এনসিসি মাধুরি মজুমদারের নেতৃত্বে শুক্রবার এনসিসি থানার পুলিশ দুর্জয়নগর হলিক্রস সুকল সংলগ্ণ এক বাড়িতে তল্লাসি অভিযান চালায়৷ এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগারের কৌটা সহ নগদ অর্থ৷ একই সাথে আটক করা হয় প্রফুল্ল বরা,সুমিত্রা বরা, অসিম বরা ও বিশ্বজিৎ বরা নামে চার জনকে৷
এসডিপিও এনসিসি মাধুরি মজুমদার জানান এলাকাবাসিরা গোপন সংবাদের ভিত্তিতে জানায় যে এই বাড়িতে নেশা সামগ্রি বিক্রয় করা হচ্ছে৷ সেই সংবাদের ভিত্তিতে এইদিনের অভিযান চালানো হয়েছে৷ তাঁর জন্য তিনি এলাকার সচেতন নাগরিকদের ধন্যবাদ জানান৷ আগামি দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি৷