নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট ইতিবাচক৷ ভুল ধরিয়ে দিলে উপকৃত হয় সরকার৷ ত্রিপুরা সরকারের সংবাদ মাধ্যম সম্পর্কে সরকারের চিন্তাধারা এভাবেই ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
তবে, সংবাদ মাধ্যমের একটা ছোট অংশ ব্যতিক্রমী ভূমিকা পালন করছে, আক্ষেপ করে বলেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, সরকারের কাজের মূল্যায়ণ হওয়া অত্যন্ত জরুরি৷ সংবাদ মাধ্যমের সমালোচনা সরকার পরিচালনায় খুবই উপকারি৷
মন্ত্রী নাথ বলেন, ত্রিপুরায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট ইতিবাচক৷ কারণ, ভুল ধরিয়ে দিলেই সরকার উপকৃত হয়৷ এতে জনগণের স্বার্থ রক্ষিত হবে, দাবি করেন তিনি৷ এদিন তিনি আক্ষেপ করে বলেন, সংবাদ মাধ্যমের একটা ছোট অংশ ব্যতিক্রমী ভূমিকা পালন করছে৷
কখনও ভুল খবর যাচাই না করে প্রকাশিত হচ্ছে৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, ওই সব খবর প্রকাশিত হলে রাগ করি না, কিন্তু অভিমান হয়৷ তাঁর আবেদন, সরকার কীভাবে পরিচালিত হওয়া উচিত পরামর্শ দিন৷ সংবাদ মাধ্যমের দেখানো পথে চলতে আমরা প্রস্তুত৷