BRAKING NEWS

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : স্ট্যাটাস রিপোর্ট দাখিল করল সিবিআই-ইডি

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): এয়ারসেল-ম্যাক্সিস মামলায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম এবং তাঁর ছেলে কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম| স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ ফেব্রুয়ারি|

স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার জন্য গত ৩১ জানুয়ারি আদালতের কাছে দু’সপ্তাহ সময় চেয়েছিল সিবিআই এবং ইডি| আদালত নির্দেশ দিয়েছিল, ১৪ ফেব্রুয়ারির মধ্যেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই ও ইডি-কে| সেই মতো ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার স্ট্যাটার রিপোর্ট দাখিল করল সিবিআই ও ইডি|

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর এয়ারসেল-ম্যাক্সিস মামলায় তত্কালীন বিচারপতি ও পি সাইনি পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে আগাম জামিন প্রদান করেছিল| এরপর ২০১৯ সালেরই ৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন বিচারপতি| আসলে ৬ সেপ্টেম্বর এই মামলায় চার্জশিট গঠনের প্রেক্ষিতে যুক্তি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল| কিন্তু, ইডি এবং সিবিআই-এর শুনানি স্থগিত করার আবেদন জানিয়েছিল| ইডি এবং সিবিআই-এর পক্ষ থেকে ২০১৯ সালের অক্টোবরের প্রথম সপ্তাহ শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল| শুনানি চলাকালীন সিবিআই এবং ইডি, এই দুই তদন্তকারী সংস্থা শুনানি স্থগিত করার আবেদন জানালে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি| তখন বিচারপতি জানান, তদন্ত শেষ হলেই আদালতের সঙ্গে আপনারা সম্পর্ক করবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *