নির্ভয়া কান্ডের দোষীদের আলাদা ফাঁসির আবেদনের শুনানি স্থগিত, কাল ফের শুনানি

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : নির্ভয়া কান্ডের দোষীদের আলাদা আলাদাভাবে ফাঁসি দেওয়ার বিষয়ে কেন্দ্রের আবেদনের শুনানি বৃহস্পতিবার স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আদালত আগামীকাল শুক্রবার এই মামলার শুনানি হবে। শুক্রবার দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারক ও প্রবীণ অ্যাডভোকেট অঞ্জনা প্রকাশকে দোষী সাব্যস্ত পাবনের পক্ষে যুক্তি দেখানোর জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ করেছে। এদিন শুনানি চলাকালীন দোষী সাব্যস্ত মুকেশের পক্ষে অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার আদালতকে জানান, তিহার জেল প্রশাসন নতুন মৃত্যুর পরোয়ানা জারির জন্য বিচার আদালতে আবেদন করেছে। গ্রোভার বলেন, আইনজীবী এপি সিং এখন দোষী সাব্যস্ত পবনের আইনজীবী নন। গ্রোভার পতিয়ালা হাউস কোর্টে শুনানির সময় জারি করা আদেশটি পড়ে শোনান।

তিনি বলেন, লিগ্যাল এইডের পক্ষ থেকে পবনকে আইনজীবী দেওয়া হবে এবং এদিন পতিয়ালা হাউস কোর্টে এই বিষয়ে শুনানি হবে। শুনানি চলাকালীন সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, আইনজীবীদের পরিবর্তন হবে এমনটা আশা করা যায়নি। আইনজীবী এপি সিং বলেন, দোষী বিনয় এবং অক্ষয়ের পক্ষে তারা আবেদন করবেন। আদালত পবনকে দোষী সাব্যস্ত করতে একটি অ্যামিকাস কারি নিয়োগের পরামর্শ দিয়েছে। তুষার মেহতা তখন সিনিয়র অ্যাডভোকেট অঞ্জনা প্রকাশের নাম প্রস্তাব করেন। শুনানি চলাকালীন বিনয়ের আইনজীবী এপি সিং আদালতে দাবি করেন, তাঁর মক্কেলকে বেআইনিভাবে বন্দি করে রেখে তার উপর অত্যাচার চালিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। আইনজীবীর দাবি, ‘বিনয় শর্মাকে বেআইনিভাবে বন্দি করে রাখা হয়েছিল। তিহার সংশোধনাগারে বেআইনিভাবে তার উপর অত্যাচার চালানো হয়। আমি এখানে ন্যায়বিচারের জন্য এসেছি। আর কোথায় যাব? সেই কারণেই সুপ্রিম কোর্টে বিচার চাইতে এসেছি।’ যদিও বিনয় যে অভিযোগ এনেছে, তা উড়িয়ে দিয়েছে সরকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ‘আইনজীবী এপি সিং যেটা দাবি করছেন, তা সঠিক নয়। এ বিষয়ে বিচারবিভাগীয় পর্যালোচনার বিশেষ কোনও জায়গা নেই। কারণ রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *