BRAKING NEWS

রাজনীতিতে অপরাধ ঠেকাতে একগুচ্ছ নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাজনীতিতে অপরাধ ঠেকাতে তৎপর দেশের শীর্ষ আদালত | ভোটে মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা চললে, সে সম্পর্কে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলিকে এমনই নির্দেশই দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

রাজনীতিতে দুর্বৃত্তায়ন রুখতে নেতাদের ফৌজদারি রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় ও অন্যান্যদের দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এফ নরিম্যানের বেঞ্চ প্রার্থীদের অপরাধের রেকর্ডও ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফেসবুক, টুইটারের মত সোশ্যাল মিডিয়া ও একটি জাতীয় সংবাদপত্রে ভোটে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলা সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে ।ভোটে প্রার্থীদের মনোনীত করার ৭২ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত তথ্য রিপোর্ট আকারে নির্বাচন কমিশনে জমা দিতে রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রাজনৈতিক দলের থেকে তথ্য পাওয়ার পর তা সুপ্রিম কোর্টে জানাতে হবে কমিশনকে।

সেরকম কাউকে নির্বাচনে প্রার্থী করা হলে, কেন করা হল, তারও ব্যাখ্যা ওয়েবসাইটে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে, এই যুক্তিতে কোনও অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্ট মত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট আরও বলেছে, যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে বা নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা না নেয়, তবে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *