BRAKING NEWS

সারা-র আবেদন শুনতে সম্মত সুপ্রিম কোর্ট, শুনানি ১৪ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ওমর আবদুল্লাকে আটকে রাখা হয়েছে কেন, কেনই বা তাঁর বিরুদ্ধে জন নিরাপত্তা আইন (পাবলিক সেফটি অ্যাক্ট) কার্যকর করা হয়েছে, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওমর আবদুল্লার বোন সারা আবদুল্লা পাইলট| ওমরের বোন সারা আবদুল্লা পাইলটের আবেদন শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট| আগামী ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সারা আবদুল্লা পাইলটের আবেদেনের প্রেক্ষিতে শুনানি হবে সুপ্রিম কোর্টে|

বুধবারই ওমরের বোন সারা-র আবেদনের প্রেক্ষিতে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে| কিন্তু, এদিন নিজেকে শুনানি থেকে সরিয়ে নেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহন এম শান্তানাগৌড়দার| এরপর ঠিক হয়, সুপ্রিম কোর্টের অপর একটি বেঞ্চে ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শুনানি হবে| কিন্তু, সবশেষে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয় ১৪ ফেব্রুয়ারি|

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর থেকেই আটক জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা| গত সপ্তাহেই তাঁর বিরুদ্ধে পাবলিক সেফটি অ্যাক্ট প্রয়োগ করেছে কেন্দ্র| কেন্দ্রীয় সরকারের যুক্তি, একটু বেশি জনপ্রিয় ওমর| সেই কারণেই পাবলিক সেফটি অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে| ফলে আরও ৩ মাস আটক রাখা হবে ওমরকে| পাবলিক সেফটি অ্যাক্ট প্রয়োগ করার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওমরের বোন সারা আবদুল্লা পাইলট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *