BRAKING NEWS

আগুনের তীব্রতায় জম্মুতে বহুতল ভেঙে মৃত্যু ২ জন দমকল কর্মীর, আহত ৬ জন

জম্মু, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড জম্মুতে| বুধবার ভোররাত তিনটে নাগাদ জম্মু শহরের তালাব টিল্লোর গোলেপুল্লি এলাকায় অবস্থিত একটি তিন-তলা বহুতলে ভয়াবহ আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলের বিভিন্ন সরঞ্জাম| গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন| এরপর ভোর ৪.৪৮ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন|

দমকল কর্মীরা আগুন নেভানোর সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি| পাঁচজন দমকল কর্মী-সহ বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ২ জন দমকল কর্মী| এছাড়াও আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় সকাল ৫.৩০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন| কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে| দমকল এবং জরুরি সার্ভিসেস-এর ডিরেক্টর জেনারেল ভি কে সিং জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ২ জন দমকল কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে| আরও একজন সম্ভবত ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন| মৃতদের নাম হল-বিমল কুমার রায়না এবং রতন মন্দ| ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন দমকল কর্মী মহম্মদ আসলাম| ভি কে সিং জানিয়েছেন, এদিন সকালেই ৪ জন সাধারণ নাগরিক এবং ২ জন দমকল কর্মীকে উদ্ধার করা হয়েছিল| তাঁরা সামান্য আহত হয়েছেন। দমকল ও পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ এবং এসডিআরএফ-ও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *