লখনউ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফের মাথায় হাত মধ্যবিত্তের| আবারও দাম বাড়ল ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের| ২০১৯ সালের আগস্ট মাস থেকে এই নিয়ে টানা ৬ বার দাম বাড়ল ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের| এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিকে ‘নিষ্ঠুর সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন মায়াবাতী|
নিজের টুইটার হ্যান্ডেলে মায়াবাতী লিখেছেন, ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি দেশের কোটি কোটি দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রতি নিষ্ঠুর পদক্ষেপ|সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যদি জনকল্যাণের স্বার্থে কাজ করে, তাহলে অত্যন্ত ভাল হবে| এদিকে, ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদে নামতে চলেছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস|
প্রসঙ্গত, মেট্রো শহরে ১৪ কেজি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে বুধবার, ১২ ফেব্রুয়ারি থেকেই| ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ওয়েবসাইটে বুধবার ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের বর্ধিত মূল্যের তালিকা প্রকাশ করেছে| সেই তালিকা অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৪৪.৫০ টাকা বেড়েছে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম| দিল্লিতে নতুন দাম ৮৫৮.৫০ টাকা| কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছে ১৪৯ টাকা, কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের নতুন দাম ৮৯৬.০০ টাকা, ১৪৫ টাকা দাম বাড়ার পর মুম্বইয়ে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম পৌঁছেছে ৮২৯.৫০ টাকায় এবং চেন্নাইয়ে ১৪৭ টাকা দাম বাড়ার পর ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের নতুন দাম ৮৮১.০০ টাকা|