নয়ডা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) স্বাধীন এবং দায়িত্ব সম্পন্ন সংবাদমাধ্যম দেশের গণতন্ত্রের জন্য একান্ত প্রয়োজন। রবিবার নয়ডায় গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যায়লয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
প্রেরণা নামে একটি সংগঠনের তিনদিনের সেমিনারে সমাপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওম বিড়লা বলেন, সংবাদমাধ্যমের অন্দরে গণতন্ত্র বজায় রাখাটা একান্ত জরুরি।
স্বাধীনতা সংগ্রামে সংবাদপত্রের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে ওম বিড়লা বলেন, বাল গঙ্গাধর তিলকের কেশরী, লালা লাজপথ রায়ের গদর, গোপাল কৃষ্ণ গোখলের স্বরাজ এবং গান্ধীজি ইয়ং ইণ্ডিয়া দেশ এবং সমাজকে আন্দোলিত করেছে। বর্তমান সময়ে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বজায় রাখাটা একান্ত প্রয়োজন। যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবাদমাধ্যম অনেক উন্নতি করেছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখাটা জরুরি।
সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া হচ্ছে দুই ধারওয়ালা তরোওয়াল। এর থেকে সতর্ক থাকতে হবে আবার এর মাধ্যমে সমাজকে সতর্ক করতে হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা গজেন্দ্র সিং, উত্তরপ্রদেশের মন্ত্রী মহেন্দ্র সিং, প্রাক্তন রাজ্যপাল মৃদুলা সিনহা। এদিনের সেমিনারে প্রায় ১০০০ পড়ুয়া যোগ দেয়। বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।