কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি. স.): আগের ধর্মঘটের রেশ মিটতে না মিটতেই ফের ব্যাঙ্ক ধর্মঘট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ থাকবে এটিএম পরিষেবাও। এক-দু’দিন নয়, টানা পাঁচদিন।
বেতন কাঠামোর সংশোধনের দাবিতেই এই ব্যাঙ্ক ধর্মঘট। আলোচনার দরজা এখনও অবশ্য বন্ধ হয়নি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এই হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন (আইবিএ)-র সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা ভেস্তে গেলে ১১ থেকে ১৩ মার্চ ফের ধর্মঘটের পথে যাবেন তাঁরা।
এর আগে মাসের শুরুতেই ছিল ব্যাঙ্ক ধর্মঘট। ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের জেরে টানা তিনদিন পরিষেবা ব্যাহত হয়েছিল। বহু মানুষ অসুবিধায় পড়েছিলেন। মোট নটি ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিয়েছিল। এর পর মজুরি বৃদ্ধি নিয়ে আইবিএ-র সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে কর্মী সংগঠনগুলি। যদিও ওয়াকিবহাল মহলের মতে, দুপক্ষের গ্রহণযোগ্য সমাধানের আশা কম।
মার্চের ১১ থেকে ১৩ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ। বুধ থেকে শুক্র ধর্মঘট। তারপর শনি, রবি ব্যাঙ্ক ছুটি। ফলে টানা পাঁচ দিন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।