নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লিতে ক্ষমতা ধরে রাখবে আপ। রবিবার আত্মবিশ্বাসের সঙ্গে এমনই জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং।
শনিবারই শেষ হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে মূল লড়াই হয়েছে আপ বনাম বিজেপির। ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়েছে দুই দলই। বিজেপি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের জাতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডাকে দিয়ে নির্বাচনী জনসভা করিয়েছে। অন্যদিকে পিছিয়ে ছিল না আপও। প্রায় প্রতিদিনই দিল্লির বিভিন্ন জায়গায় রোড শো করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সঞ্জয় সিং জানিয়েছেন, এক্সিট পোলের সমীক্ষা যে দিকে যাচ্ছে, তা থেকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতা ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল। স্বাধীনতার পর এই প্রথমবার জনগণ উন্নয়নের জন্য ভোট দিয়েছে।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি জানিয়েছেন, যারা রাজধানী জুড়ে ঘৃণা এবং হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল,তাদের যোগ্য জবাব দেবে দিল্লিবাসী। এই ধারা অন্যান্য রাজ্যে সম্প্রসারিত হলে স্বাস্থ্যকর গণতন্ত্র দেশজুড়ে প্রতিষ্ঠিত হবে। বিজেপি কি বলছে, তা বড় কথা নয়। দিল্লিবাসীর গণকন্ঠটাই প্রধান্য পেয়েছে।