ব্যাঙ্কক, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : থাইল্যান্ডে শপিং মলের বাইরে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত ১৭ জন । এতে আহত রয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার সন্ধ্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় কোরাতের শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলার ঘটে | হামলার পর ঘটনাস্থলে আগুনও ধরে যায় বলে খবর ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ফেসবুক লাইভে গিয়ে হামলা চালান জাকরাপাথ থোম্মা নামে এক সেনা সদস্য । আক্রমণের আগে ওই সেনা সদস্য তার ব্যারাক থেকে গাড়ি চুরি করে এবং একটি রাইফেল নিয়ে মানুষের ওপর আক্রমণ চালায়। হামলাকারী কয়েকজনকে বন্দি করে রেখে বলে কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের উল্লেখ করে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম | প্রাথমিক হামলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । পরে ওই সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও ট্যাক্সি চালক রয়েছেন।
ব্যাংকক পোস্ট জানায়,আক্রমণকারী ওই সেনা সদস্য প্রথমে তার কমান্ডারকে এবং ক্যাম্পে থাকা আরও দুইজনকে গুলি করে হত্যা করে রাস্তায় বেড়িয়ে পরে। তারপর শপিং মলের সামনে সাধারণ জনগণের ওপর গুলি চালাতে থাকে। শপিং মলে আক্রমণ চালানোর সময় আক্রমণকারী ফেসবুক লাইভে এবং রাইফেলসহ সেলফি তুলতেও দেখা যায়।
খবরে আরও জানা গেছে, এদিন সামরিক বাহিনীর হেলমেট ও পোশাক পরে হামলাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এ সময় হামলাকারী ‘আমি খুবই ক্লান্ত, আমি আমার আঙুল আর নাড়াতে পারছি না’ বলে চিৎকার করতে থাকে। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিও ফুটেজে শোনা গেছে |
ওই এলাকায় সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানেয়া ক্রিয়াটিজান বলেন, ‘পুলিশ এবং সেনাবাহিনী আক্রমণকারীকে ধরতে চেষ্টা করছে।